একজন রহস্যময় শিক্ষক
অজয় স্যার আমাদের স্কুলের নতুন ইংরেজি শিক্ষক। সুদর্শন, গম্ভীর ও রহস্যময়। তাঁর চোখে যেন অদ্ভুত এক জাদু ছিল, যা আমাদের মুগ্ধ করত। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, স্যারের ব্যক্তিগত জীবন নিয়ে কেউ কিছু জানত না।
একদিন স্কুল শেষে আমি এবং আমার বন্ধু রাকিব দেখলাম, স্যার পুরানো লাইব্রেরির তালা ভাঙছেন। কৌতূহলবশত আমরা আড়াল থেকে দেখছিলাম। হঠাৎ স্যার লাইব্রেরি ঘরে ঢুকে পড়লেন। কৌতূহল সামলাতে না পেরে আমরা জানালার ফাঁক দিয়ে তাকালাম। দেখি, স্যার একটা পুরোনো নথিপত্র ঘাঁটছেন। একটি হলুদ পাতায় ঢেকে রাখা ডায়েরি বের করে পড়তে লাগলেন।
আমরা অবাক হয়ে দেখলাম, ডায়েরির প্রথম পাতায় লেখা ছিল, "অজয় বসু নিখোঁজ রহস্য"। বিস্ময়ে আমাদের মুখ শুকিয়ে গেল। অজয় বসু তো আমাদের স্যারের নাম! ডায়েরিতে লেখা ছিল, বিশ বছর আগে এক শিক্ষক হঠাৎ নিখোঁজ হয়ে যান। তাঁর মরদেহ কখনো পাওয়া যায়নি।
পরদিন সাহস করে স্যারের সামনে ডায়েরির কথা তুললাম। তিনি হঠাৎ থমকে গেলেন। কয়েক সেকেন্ড চুপ থেকে বললেন, "কিছু সত্য লুকিয়ে থাকাই ভালো।" তাঁর চোখে অদ্ভুত শীতলতা দেখা গেল। এরপর থেকে স্যার আরও গম্ভীর হয়ে গেলেন।
কেউ আর কখনো জানতে পারল না—অজয় স্যার কি সত্যিই সেই নিখোঁজ শিক্ষক, নাকি তাঁর রহস্যময় ছায়া? লাইব্রেরির সেই ডায়েরি যেন এক অনন্ত রহস্যের দুয়ার
খুলে দিল।
Comments
Post a Comment